Header Ads

Header ADS

যাযাবরের যাত্রা শুরু

        নিজেকে নতুন করে জানা, নতুন করে চেনা, নিজের মত করে বাঁচা এই অভিপ্রায়ে আমরা  ঘরবাড়ি সবকিছু থেকেও কিছু না থাকার ছল করে হারিয়ে যেতে কখন সখনও চেয়ে বসি।ঘুরতে চায় পথ হারা পথিকের মত। চেনা পথ, চেনা ঠিকানা সব কিছু ছাড়িয়ে অচেনার সন্ধানে নিজেদের মনকে  নিয়োযিত করে ফে্লি;- ''ইশ; সত্যিই যদি এই রকম হত''- এই কথাটা জীবনের  কোনো না কোনো বাঁকে, কোনো না কোনো মুহূর্তে আমরা বলেই থাকি, আর সেই বাঁকে, সেই মুহূর্তেই আমি, তুমি, আমরা সকলেই হয়ে উঠি...
                      যাযাবর   ................................................


3 comments:

Theme images by dino4. Powered by Blogger.