About Me
এই যে আমি আমার মতো এ নিয়ে কখনো বা ভীষণ উৎফুল্ল অনুভব করি আবার কখনো বা মনটা
বিষণ্ণ হয়ে পড়ে। এই উৎফুল্লতা আর বিষণ্ণতা এই দুইয়ের টানাপোড়ানে "এই যে আমি" কখনো স্থির থাকতে পারে না, ছুটে চলে এ
প্রান্ত থেকে সে প্রান্তে।
কোনো এক ক্ষণে করে
নিয়েছিলাম পথকেই আপন, আসলে পথ চলতে আমিও বড্ড
ভালোবাসি। আর এই চলতে চলতেই যেটুকু
পাথেয় অর্জন করেছি সেটার আস্বাদন আর একা না করে বিলিয়ে দিলাম ডায়েরির পাতায় পাতায়……✍…
No comments