ঈশিতাকে ভালোবেসে
ঈশিতাকে ভালোবেসে
হিসাবের ভিড়ে এক বেহিসাবি ভুল ছিল,
রাস্তার মানুষেরা তাই তাকে দেখে হেসেছিল;
সন্ধ্যার মৃদু আলোর সেই ধুসর দেশে ,
গোধুলির রক্তিম আলো পৌছেছিলো অনায়সে;
কেউ পাগল ভেবেছিলো, কেউবা বলেছিলো মাতাল;
বিশ্বাস কর ঈশিতা, আমি কিন্তু ছাড়েনি হাল।
বন্যপশুদের ভদ্রতায় ব্যতিব্যস্ত নগর জীবন,
তাই এ নগরে তোমার অনুপস্থিতি অনুভব করি সর্ব ক্ষণ।
পরিবর্তিত এই সময়ে শুনেছে মন ''চাই পরিবর্তন''
কিন্তু সময়ে সময়ে সময়কেও অবজ্ঞা করেছে এই মন।
যে নামেই ডাকি না কেন ছদ্মনামেই লাগে ভালো,
ঈশিতা তুমিই এই অন্ধকার জগতে জ্বালাতে পারো আলো।।
_______
-----যাযাবর
This comment has been removed by the author.
ReplyDeletethanks
ReplyDeleteDarun
ReplyDelete