দুই পৃথিবী
তোমার চোখে 👀আমি আমায় দেখেছি,
না; ও চোখে কাজল মানায় না ।
তোমার চোখে চোখ রেখে দেখেছি
আমি আমারই পৃথিবী;
মুখোমুখি তুমি আর আমি
ভুলে যায় সব কিছু,
ভুলে যায় মাটির এই পৃথিবী;
নতুন করে রচি আমি আমারই পৃথিবী ।
না; চোখ
সরাতে পারি না,
না; আমি তোমাকে ছাড়া কিছু জানি না,
তুমি আমারই পৃথিবী,
তুমি আমার ই দুনিয়া;
স্বপ্ন ভাঙে-
কোথায় তুমি কোথায় আমি
আমি মাটির এই ধুসর পৃথিবীতে
তুমি তো আমার স্বপ্নে ,
এখানে চোখে চোখ রাখা যায় না
এখানে সময় নেই, স্বপ্ন নেই ,
তাই তুমিও আসো না
তুমি আমার স্বপ্নে আছো
সেখানে ---
তোমার চোখে আমি আমায় দেখেছি।।
Apurbo
ReplyDeleteFanFantas.....
ReplyDeleteFantastic
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks
ReplyDeleteSundor
ReplyDeleteThanks
ReplyDelete