কিছু ভাবনা
যার কোন নির্দিষ্ট ঠিকানা নেই সেই নাকি যাযাবর; অভিধান তো তাই বলে। পথকে আপন করে সে চলতে থাকে নিজের রাস্তায়। আজ এখানে তো কাল সেখানে । কিন্তু আমরা যদি একটু ভালো করে ভেবে দেখি, আমাদের কি সত্যিই নির্দিষ্ট কোন ঠিকানা আছে ? আমরা সবাই তো চলেছি আমাদের নিজের নিজের রাস্তায়, কিন্তু কোথায় চলেছি ? নির্দিষ্ট গন্তব্য কি সত্যিই আমাদের জানা আছে -----?
----------------যাযাবর
----------------যাযাবর
This comment has been removed by the author.
ReplyDelete