পরিবর্তন
পরিবর্তন
আমি তাকে চিনি, আমি তাকে জানি,
আমি চিনেছি আমারই মধ্য দিয়ে তোমাকে;
আর আমি এভাবেই জানিয়ে যাব পৃথিবীকে
আরো একশো বছর আমি বাঁচতে চাই ,
শুধু তোমারই সাথে---
এত চেনাজানার পরও কেনো গুলিয়ে যাই ?
স্ফটিকসম স্বচ্ছতা কেনো হারিয়ে যাই ?
কেনো ঢেকে যাই চারিদিক ঘন কুয়াশায় ?
বিশ্বাস কর ঈশিতা, আমি আজও বাঁচতে চাই
আরো একশ বছর ,
শুধু তোমারই সাথে---
সবকিছু হারিয়েও রেখে গেলে রাজকীয় ভালোবাসা,
আর আমি বারবার করেছি তোমাকে ফিরে পাবার আশা;
আশা-নিরাশা ভালোবাসা, মান-অভিমান সবকিছু গুলিয়ে যায়
আজ তাই আমিও বদলে যায়
ঠিক তোমারই মত,
আরো একশ বছর আমি বাঁচতে চাই
শুধু আমারই সাথে---।
--------
--যাযাবর
Khub sundor ...
ReplyDeletethanks
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteসত্যি বলে আসলে সত্যি কিছু নেই
DeleteKhub sundor
ReplyDeletethank you
ReplyDelete