এক ধনীর গল্প
এক ধনীর গল্প
স্বপ্নের গভীরে অগভীর নীল জলে
তোমায় ভেবেছিলাম বলে
তোমার কথা ভেবেছি আর বিশ্বাস করেছি,
আমি তোমাকেই ভালোবেসেছি।
ভালোবাসার গভীরতা আমি পারব না মাপতে
তবুও হেসে কেঁদে বা নীরবে পারি তোমায় ভাবতে,
কিন্তু প্রতিবন্ধকতারাও কখনো কখনো চলে আসে
নিশ্বাস নিয়ে নীরবে আমার পাশে বসে;
আমার অজ্ঞতায় তাকে পারেনি চিনতে
তাই তুমি থাকা সত্ত্বেও হয়ে গেছি একা দিনান্তে।
বারুদের গন্ধে কিংবা রাইফেলের শব্দে অথবা তোমার সন্দহে
নীরব প্রবঞ্চতার স্রোত প্রবাহিত দেহে দেহে।
অর্থহীন অর্থেরা কখনো শেখাবে না বিশ্বাস করতে
তাই ধনী হয়েও নিঃস্ব তু্মি প্রতি পদক্ষেপে।।
-----যাযাবর
Nice
ReplyDeleteValo hyeche
ReplyDelete