Header Ads

Header ADS

ঈশিতা

                 ঈশিতা                         

আমার এই ছোট্ট দুনিয়ায় আমি হারিয়ে গেছি
আমার আশেপাশের এই মানুষগুলো বড় অচেনা,
 ধুলোমাখা শরীরে লেগেছে বিক্ষিপ্ত কাদা,
আর আমি ছুটে চলি মাটির এই পৃথিবীতে,
চিৎকার করে ডাকি-
ঈশিতা, তুমি কোথায় ?
উত্তর আসে না, আমি আবার ডাকি-
ঈশিতা, তুমি কোথায়?

মানুষের ভিড়ে তুমিও কি হারিয়ে গেছ?
না ! হতে পারে না!
তোমার মাঝে যে আমার স্বপ্নেরা জমে আছে,
আর স্বপ্ন ছাড়া যে আমি বাঁচব না;
মানুষগুলো যে আমার স্বপ্ন চুরি করতে পারে না।

আবছা আলোয় ভরে গেছে পৃথিবীটা,
নূপুরের শব্দ শোনা যায়
আমিও হাত আগড়ে এগিয়ে যায়,
এক পা, দু পা, তিন পা, আরও একটু্‌,,
শোনা যায় তোমার হাসির মৃদু  শব্দ,
আমি আবার ডাকি-
ঈশিতা , তুমি কোথায়?
না! তোমাকেও চেনা যায় না 
মানুষের ভিড়ে আজ তুমিও অচেনা......। 


                                                                                                                           ------ যাযাবর
                     

2 comments:

Theme images by dino4. Powered by Blogger.