Header Ads

Header ADS

দীর্ঘ দূরত্বের সম্পর্ক বা ভালোবাসায় দূরত্ব অথবা বলা যেতেই পারে it is about Long Distance Relationship



Long Distace Relationship 



ভালোবাসা ❤এর ক্ষেত্রে কি সত্যিই দূরত্ব কোনো matter করে?  মনে হয় করে না। আসলে ভালোবাসা এমন একটা সম্পর্ক যেখানে উচ্চতা, ওজন, দূরত্ব, বংশপরিচয় এইসব ব্যহিক ব্যাপার কখনই তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারে না; তেমনভাবে বললাম একটা কারণেই যে প্রেমে পড়তে গেলে এইসব হয়ত একটু হলেও matter করে, কিন্তু একবার প্রেমে গেলে এইসব আর কোনো কিছুই প্রভাব বিস্তার করতে পারে না, কথাতেই তো আছে- ''পীড়িতে মজিলে মন/ কি বা হাঁড়ি কি বা ডোম/'' সমানভাবেই এই কথাগুলো ভালোবাসায় দূরত্ব প্রসঙ্গে বলা যেতে পারে; আবার এমন অনেক প্রেমকাহিনি শুরু হয়েছে একে অপরকে না দেখেও সেটা সম্ভব হয়েছে কখনো বা চিঠিপত্রে, টেলিফোনের মাধ্যমে আবার কখনো বা হাল ফিলাল এর  facebook, twiter মতো social media এর মাধ্যমে। এই ভালোবাসায় দূরত্ব  এ নিয়ে কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ  ঠাকুরের একটা গানের দুটো লাইন খুব মনে পড়ছে-
 ''দূর হতে আমি তারে সাধিব/
 গোপনে বিরহেডোরে বাঁধিব/
 বাঁধন বিহীন সেই যে বাঁধন- অকারন/
 সত্যই যথারতয় প্রাসঙ্গিক আজও এই কথাগুলো ।। আর আজকের এই social media এর যুগে আমরা যত দুরেই থাকি না কেনো এর কল্যানে আমরা একে অন্যের সাথে  সর্বদাই virtually connected থাকতে পারি। এই টেলিফোন, চিঠিপত্র সবকিছু যদি বাদও দেওয়া যায় তাহলেও ভালোবাসার সম্পর্কে দূরত্ব কোনো প্রভাব ফেলতে পারবে না ; যদি মনে 💕মনে সমাপতন ঘটে, তাহলে শারীরিক ভাবে কাছে না থেকেও, পাশাপাশি না থেকেও connectedঅবশ্যই থাকা যায় , একে অন্যের স্পর্শ পায়, একে অপরের অনুভবে অনুভুতিত হয়, তাই তো কবি বলেছেন-
    ''হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই''।।

No comments

Theme images by dino4. Powered by Blogger.