অণুকবিতা
দুটি কবিতা
১
বড্ড ইচ্ছে করে
তোকে ভালোবাসতে,পাগলের মত;
ইচ্ছে করে বলতে, জড়িয়ে ধরে
ভালোবাসি-
শুধু তোমায় ভালোবাসি----।।
২
জীবনে চাওয়া পাওয়ার হিসেব করেনি
তাই বোধহয় তোমাকে পায়নি,
জোর করেনি-
না না আমি তোমাকে চায়নি
শু-ধু ভালোবেসেছি --।।
--------যাযাবর
No comments