বসন্তের কোকিল
বসন্তের কোকিল
বসন্তে আজ কোকিল ডাকেনি
তবুও ফুল ফোটে,
অন্ধকার মুছে যায় পলাশের
লালে,
রোদের তীব্রতায় তোমার পরশ;
যে কথা বলার ছিল
আজ তার পুনর্জন্ম হয়,
মৃদু বাতাসে বসন্ত দুলছে
তবুও কোকিল এখনো ডাকেনি
বসন্তের কোকিল বসন্তকে ভুলে গেছে।।
No comments