Header Ads

Header ADS

বিপাশা

 বিপাশা

এ আমি কোথায় চলেছি
নিজেও জানিনা,
পথের নেশায় বারবার পথকেই আপন করেছি
যদিও আমি পথিক ছিলাম না।
জানি একদিন এই পথ চলাও শেষ হবে
ধরণীর ধুলিকণারাও সেইদিন একত্রিত হবে।
কারা যেন ভালোবেসেছিলো💕,
জোনাকিরা আজও তাই মিটিমিটি করে
জোনাকির আলোয় তোমায় ঠিক চিনে নেবো।।
এখনো আমি পথেয় আছি
ফিরে এসো - বিপাশা
জোনাকি, পথ সব যেন থমকে আছে,
ভবঘুরেরা আজ বিদ্রোহ করছে
পথের নেশায় এ যাযাবর ক্লান্ত,
ছুঁয়ে দাও এ চিবুক
বিপাশা - তুমিই যে আজ আমার বেঁচে থাকার সুখ।।

No comments

Theme images by dino4. Powered by Blogger.