Header Ads

Header ADS

বৃষ্টির দিন


বৃষ্টির দিন 


সেদিনের সেই স্কুলে ফেরা বৃষ্টির  দিন
আজও আমার মনে হয়ে আছে রঙিন,
মাটির এই ধূসর দুনিয়ায় 
একঘেয়ে হয়ে আছি আমি সবসময়
তাই তোমার কাছে আমি হয়তো অস্বতিকর
কী করব ? যদি না বোঝো, তুমি তোমার কদর।
বৃষ্টিতেও দেখ কেমন চকচকে চোখের জল
দেখে লজ্জিত ফুলের দল ,
তোমার ওই ছলেভরা চাহনি
ভালোবাসা ভেবে আমি করেছি  ভুল
তাই হয়ে গেছো তুমি আমার কাহিনী।
জানি আমি হয়ত তাদের মত নয়
এটা ভেবে আর পায় না ভয়
উড়ে গেছে সে পাখি
ফিরবে না সে জানি যত করে ডাকাডাকি
তবুও আমি ফিরে ফিরে চায়
দেখি দুচোখে বৃষ্টির দিন।।

No comments

Theme images by dino4. Powered by Blogger.