বনলতার বোন
বনলতার বোন
হেলায় হারিয়েছি তোমার ভালোবাসা
সবার মাঝে থেকেও হয়ে গেছি কোণঠাসা
অন্ধকারের কালোয় হারিয়েছে স্বপ্নেরা
যন্ত্রণায় গভীরতায় পৌছে গেছে তারা।
নীল সাদা আকাশের এই মাটির পৃথিবীতে
ভালোবাসা চায় তোমায় ছিনিয়ে নিতে।
নিঃশব্দে নীরবতার আগমনে
হেরে চলেছি ক্রমাগত আমার রণে।
রণক্লান্ত পথিক আজ তাই খোঁজে বনলতা সেন,
বনলতা সেন না হোক অন্তত পক্ষে বনলতার বোন।।
No comments