একাকীত্বের পতন
একাকীত্বের পতন
আমি
আবার তোমায় ছুঁতে চাই
এই
একাকীত্বকে করে দিয়ে বিদায়।
কাছে
এসো, ভালোবাসো ছুঁয়ে দাও এ মন
আরো
ভালোবাসো ভালোবেসে বাঁচিয়ে দাও এ মরণ।
যদি
এই ব্যবধান মুছে যায়,
যদি
এই বিষণ্ণতা কেটে যায় ,
যদি
মিলিয়ে যায় সারা অন্তরায়,
হ্যাঁ; ঠিক ই ভেবেছো
আমি
তোমায় ছুঁয়ে দেবেই দেবো।।
আমি
আজ ক্লান্ত
আমি
আজ উদভ্রান্ত
প্রেমের
আগুনে পুড়ে পুড়ে আমিও প্রাণ এক - জ্বলন্ত।
ছুঁয়ে
দাও, নীভিয়ে দাও এ দহন
হয়ে
যাক আজ থেকে এই একাকীত্বের পতন।।
No comments