বিষাক্ত নিঃশ্বাস
বিষের থেকেও বিষাক্ত
নিঃশ্বাসে
বেঁচে থাকা তোমার ওই আশ্বাসে ।
শেষ করে দিয়েও নিজেকে
ভুলতে পারিনি যে তোমাকে,
বর্ষার আদ্রতায় কাদামাতির মাঝে
আমার কথাগুলো লুকোনো আছে্,
যেতে পার তুমি তোমার ই অধিকারে
খুঁজব না যে তোমায় এই অন্ধকারে।
গলির মোড়ে পড়ে আছে একটি লাশ
হয়তো হয়ে গেছে কারোর সর্বনাশ,
চারিদিকে দেখি আজ কালো কালো ছায়া
মনে হয় এ দুনিয়াটাই যেন মিছে মায়া,
দুনিয়াদারির হিসাব করেছে ত্যাগ শেষ নিঃশ্বাস
পড়ে থাকে শুধু আজ বিষাক্ত
নিঃশ্বাস।।
Bah
ReplyDeletethank you
ReplyDelete