পথ এবং তুমি
পথ এবং তুমি
অচেনা তুমি অচেনা আমি
তবুও আছে চেনা কিছু কথা
হতে পারে সেটাই সবথেকে দামি
যদি হয়ে যায় পথের বাঁকে দেখা।
আমি তো আজ অনায়সে বলে যায় বহু কথা
হয়তো সবের না আছে মুণ্ডু না আছে মাথা
তবুও আমি বলি আর নিজের পথে চলি,
পথ চলতে যে আমি বড্ড ভালোবাসি
তাইতো এই মন গাই পথের গান
'এই
পথ যদি না শেষ হয়'।
এই চেনা পথের ঘোরপাকে কখনো বদ্ধ হতে চাইনি
তাই বারবার বেছে নিয়েছি অচেনাকে,
অচেনা অজানা তোমার চাহনি
থামাতে চায় আমার গতিকে,
গতিশীল সময়ের আহ্বানে আজ আমার ভবিষ্যৎ,
হতে চাই আজ আমি তোমার বর্তমান,
সাথে নিয়ে সুদুরের আহ্বান।।
No comments