Header Ads

Header ADS

পথ এবং তুমি

পথ এবং তুমি


অচেনা তুমি অচেনা আমি
তবুও আছে চেনা কিছু কথা
হতে পারে সেটাই সবথেকে দামি
যদি হয়ে যায় পথের  বাঁকে দেখা।
আমি তো আজ অনায়সে বলে যায় বহু কথা
হয়তো সবের না আছে মুণ্ডু না আছে মাথা
তবুও আমি বলি আর নিজের পথে চলি,
পথ চলতে যে আমি বড্ড ভালোবাসি
তাইতো এই মন গাই পথের গান
'এই পথ যদি না শেষ হয়'।
এই চেনা পথের ঘোরপাকে কখনো বদ্ধ হতে চাইনি
তাই বারবার বেছে নিয়েছি অচেনাকে,
অচেনা অজানা তোমার চাহনি
থামাতে চায় আমার গতিকে,
গতিশীল সময়ের আহ্বানে আজ আমার ভবিষ্যৎ,
হতে চাই আজ আমি তোমার বর্তমান,
সাথে নিয়ে সুদুরের আহ্বান।।

No comments

Theme images by dino4. Powered by Blogger.