অপরাজিতা
অপরাজিতা
আমি অপরাজিতা
একটা অবলম্বনকে আঁকড়ে ধরে বেড়ে ওঠেছি,
ছোট থেকেই আমি এই পৃথিবী দেখছি
পরিবর্তনের ধারায় নিজেকে বদলেওছি।
আমি রোজ ফুল ফোটায়
কিন্তু আমার কাহিনি একটু অন্যরকম
তখন আমি জন্মেছি, কিন্তু ঘুম ভাঙেনি
আমাকে চুরি করেছিল এক পারিজাত,
কিন্তু আমার তেজ সে সহ্য করতে পারেনি
বেরিয়ে এলাম অন্ধকার অন্ত্রের ভিতর থেকে
হলাম মুক্ত-
তারপর ধরিত্রীর কল্যাণে
পেলাম পুনর্জন্ম।
এখন আমার লতায় লতায় সৌন্দর্য
আমি অপরাজিতা
পরাজয়--
সে তো আমার নয়
আমি অপরাজিতা।।☘
No comments