যদি ভালোবাসো
যদি
ভালোবাসো
যদি ভালোবাসো আমি আকাশ ছুঁয়ে দেবো
যদি ভালোবাসো আমি ফাগুন কুড়িয়ে নেবো,
ছড়িয়ে দেবো বসন্ত পলাশের বনে বনে;
যদি ভালোবাসো আমি সমুদ্র শুষে নেবো
বাজিয়ে দেবো গিটারের সুর তোমার মনে মনে।
যদি ভালোবাসো আমি হিমালয় নাড়িয়ে দেবো
যদি ভালোবাসো আমি বজ্র বন্দি করে নেবো,
থামিয়ে দেবো মুষলধারে বৃষ্টি;
যদি ভালোবাসো আমি বাতাস ছুঁয়ে দেবো
নষ্ট করে দেবো যত অনাসৃষ্টি।
যদি ভালোবাসো আমি খাঁচার পাখিটাকে উড়িয়ে দেবো
যদি ভালোবাসো আমি জিয়নকাঠি চুরি করে নেবো,
বিলিয়ে দেবো সবুজ এই শহরের বুকে বুকে;
যদি ভালোবাসো প্রাণ ফিরিয়ে দেবো লাশকাটা ঘরে
ভাষা দেবো অসহায়ের মুখে মুখে।।
No comments