শুভ জন্মদিন
শুভ জন্মদিন
ওগো মা আজ আমার জন্মদিন
কহে ফকিরের ছেলে মুখখানি করিয়া মলিন,
ফকির গেছে বহুদুরে জীবিকার তরে
তবু আজও জ্বলেনি আলো ফকিরের ঘরে।
ছোট্ট বালক, এসেছে অসময়ে খেলা শেষ করে
আসিয়া দৌড়িয়া মায়ের আচলখানি ধরে,
কাকি তারে বলেছে, 'আজ তোর জন্মদিন
মা'রে গিয়ে বল ওরে নবীণ।'
জন্মদিন কাকে বলে দেখেছে সে কিছুদিন আগে,
নতুন জামা পড়িয়া ভাই রাতুল কেকখানি কাটে
তারে ঘিরিয়া আত্মীয় স্বজন উল্লাসে ফাটে,
আনন্দধ্বনিতে মুখরিত হয়েছিল সেদিনের বাতাস
বাতাসেও মিশিয়া ছিল জন্মদিনের সুবাস।
নবীণ কয়,' করো আমার জন্মদিন রাতুলের মতো'
হায়রে এ সংসার বড় ধূর্ত
এক ফোঁটা আসে জল মা'র আঁখিকোণ বেয়ে
জন্মদিনের দুঃখ যায় যদি তাতে ধুয়ে।।
No comments