Header Ads

Header ADS

বাসের প্রেম

বাসের প্রেম

তুমি আমি পাশাপাশি বাসের সিটে
চেপেছি কিছুক্ষণ, অনেকদিনের পরে,
আমার হাত স্পর্শ করে তোমার ওই হাতে
শক্ত করে ধরি যতটা শক্ত করা যায়
ভিড় বাড়ছে, লোকের পর লোক আসছে
কিছু এগিয়েও আসে আমাদের কাছে।
নদীনালা, মাঠ, ঘর বাড়ি পেরোতে থাকে
গ্রামের পর গ্রাম; ক্রমাগত কন্ড্রাকটার হাঁকে।
এখন তুমি আমি পাশাপাশি বাসের সিটে
ভিড়ের ঠেলায় ঘর্মাক্ত আমাদের শরীর
আঙুল গুলো পিছলিয়ে যেতে চায়
না; এই হাত আমি ছাড়ব না।।
একটিবার আমি তোমায় চুম্বন করব
এগিয়ে চলে বাস, এগিয়ে চলি আমরা
হাতে হাত রেখে--
যদি মৃত্যুও আসে এই পথের মাঝে
হ্যাঁ; তবুও আমি তোমায় চুম্বন করব
ওই নিথর হাতে হাত রেখে।।

No comments

Theme images by dino4. Powered by Blogger.