শারীরিক
শারীরিক
তোমার
শরীর আমি স্পর্শ করেনি
তবুও
তোমার গানের সুরে আমি পেয়েছি
তোমার
শরীরের অনুভুতি।
শিরায়
শিরায় প্রবাহিত রক্ত
বলে
যাচ্ছে, 'ভালোবাসো, কাছে এসো
আজ
আমি তোমায় ছুঁয়ে দেখি'।
শরীর
ছাড়া তো প্রেম হয়না
আবার
প্রেম মানেও শুধু শরীর না,
দ্বিধ্বাগ্রস্ত
হয়েছে এ মন বারবার।।
সন্ধ্যা
তারার মতো একলা হতে হতে
আমি
তোমায় ভালোবেসে ফেলেছি,
হয়তো
কোনো এক নিঝুম রাত্রের অন্ধকারে
তোমার
গান শুনেছি
অচেনা
সেই গানের সুর
আমার
শরীরে জাগায় রোমাঞ্চ;
শুধু
তুমি না আজ আমিও শরীরে পরিপূর্ণ।।
No comments